আজকাল ওয়েবডেস্ক:‌ চ্যাম্পিয়ন্স ট্রফিতে রানার্স হয়েছে দল। কিন্তু ব্যক্তিগত পুরস্কার জেতার ক্ষেত্রে এগিয়ে থাকলেন নিউজিল্যান্ড ক্রিকেটাররা। সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন রাচিন রবীন্দ্র। সর্বোচ্চ রান করে গোল্ডেন ব্যাট পুরস্কারও পেয়েছেন রাচিন। আর টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট নিয়ে গোল্ডেন বল পুরস্কার জিতেছেন ম্যাট হেনরি। যদিও চোটের জন্য ফাইনালে খেলতে পারেননি হেনরি।


টুর্নামেন্টে পাঁচ ম্যাচে রাচিন করেছেন ২৬৩ রান। রয়েছে দুটি সেঞ্চুরি। গড় ৬৮.‌৭৫।


অন্যদিকে হেনরি ৪ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। তার মধ্যে ভারতের বিরুদ্ধে গ্রুপ লিগের ম্যাচে নিয়েছিলেন পাঁচ উইকেট। গড় ১৬.‌৭০। আর চারটি করে উইকেট নিয়েছেন মহম্মদ সামি, বরুণ চক্রবর্তী, মিচেল স্যান্টনার। 


আর সর্বোচ্চ ব্যক্তিগত রানের পুরস্কার জিতেছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান (‌১৭৭)‌।


প্রসঙ্গত, রবিবারের ফাইনাল চার উইকেটে জিতেছে ভারত। ৭৬ রান করে ম্যাচ সেরার পুরস্কার পান ভারত অধিনায়ক রোহিত শর্মা। গোটা টুর্নামেন্টে তিন রান পাননি। কিন্তু ফাইনালেই খেলে দিয়ে গেলেন হিটম্যান।